Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
ইটবাড়িয়া ইউনিয়ন পরিষদ
বিস্তারিত

পায়রা নদীর কোল ঘেসে নদীর দু ধারে বয়ে গেছে ইটবাড়ীয়া ইউনিয়ন। অনেকেই এই নদীতে মাছ ধরে জিবীকা নির্বাহ করত। এখানে নানা শ্রেনীর  নানা পেশার লোক ও জেলে শ্রেনীর মানুষ বসবাস করে। নদী থেকে মায়ের মত আদর পেত তারা আর কালের ধারাবাহিকতায় গড়ে ওঠে জনপদ।অনতিদূরে পটুয়াখালী নগরের পত্তনের কারনে। প্রশাসনিক কাঠামোর বৃত্তের ভিতরেই একটি ছোট্ট পরিসরের সভ্যতা গড়ে ওঠে। তাই দেখা যায় এখনকার আধুনিকতম রূপের জন্য একটি নামকরন দরকার। এ ইউনিয়নে রয়ছে অনেকগুলো ইটের ভাটা। অনেকের ধারনামতে ইটের ভাটা থাকার কারনেই এই ইউনিয়নের নামকরন করা হয় ইটবাড়ীয়া । ইউনিয়নের সীমানা  : পশ্চিমে-পায়রানদী, পূর্বে-পাঙ্গাশিয়া ও বাদরপুর ইউনিয়ন, এবং পটুয়াখালী  পৌরসভা দক্ষিনেঃমাদারবুনিয়া ইউনিয়ন,উত্তরেঃপাঙ্গাশিয়া ইউনিয়ন। স্থাপন কাল :  ১৯৬০সন। উপজেলা থেকে যোগাযোগ ব্যবস্থা :  সড়ক পথে ১০কি:মি:ও নদী পথে ১৫কি:মি , আয়তন :   ৩০ বর্গ কিলোমিটার, লোকসংখ্যা:    পুরুষ-১২১৫২জন, মহিলা-১১৬২৩জন, মোট= ২৩,৭৭৫জন, গ্রামের সংখ্যা :    ১৯টি গ্রাম, মৌজা সংখ্যা  :     ১৯টি, হাট/ বাজার সংখ্যা :      ০৭টি, শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা   : বেসরকারী কলেজ-১টি, দাখিল মাদ্রাসা-০১টি, হাফিজিয়া মাদ্রাসা-০১টি, বেসরকারী মাধ্যমিক বিদ্যালয়-০৫টি  , প্রাথমিক বিদ্যালয়-১৯টি।